নয়াদিল্লি: মাওবাদীদের সঙ্গে সংশ্রব থাকার অভিযোগে মহারাষ্ট্রের গাদচিরোলির দায়রা আদালতে দোষী সাব্যস্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাসপেন্ড হওয়া প্রফেসর জি এন সাইবাবা। মাওবাদী যোগসাজশে দোষী ঘোষিত হয়েছেন আরও ৫ জন। এঁরা হলেন হেম মিশ্র, প্রশান্ত রাহি, মহেশ তিরকে, পান্ডু নারোটে, বিজয় তিরকে। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সাইবাবার।
বেআইনি কার্যকলাপ রোধ আইনের (ইউএপিএ) নানা ধারায় ষড়যন্ত্র, সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য হওয়া, সন্ত্রাসবাদী সংগঠনকে সহায়তাদান সংক্রান্ত অভিযোগে সবাইকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
বর্তমানে জামিনে রয়েছেন সাইবাবা। ২০১৪-র মে মাসে মহারাষ্ট্রের গাদচিরোলি পুলিশ বেআইনি ঘোষিত মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্য হওয়া, তাদের দলে লোকজন রিক্রুটমেন্টে সাহায্য করার অভিযােগে তাঁকে গ্রেফতার করে। বাকিরা অবশ্য তাঁর আগেই গ্রেফতার হন। দুরারোগ্য অসুখে সারাক্ষণ হুইলচেয়ারে থাকতে হয় তাঁকে।
১৪ মাস তিনি নাগপুর জেলে কাটিয়েছেন। তবে ২০১৬-র জুনে শারীরিক কারণে তাঁকে জামিন দেয় বম্বে হাইকোর্ট।
এদিন আদালতে বিশেষ সরকারি কৌঁসুলি পি সাইথানাথন দাবি করেন, সাইবাবা সহ ৬ জনেরই যাবজ্জীবন কারাবাস হওয়া উচিত। শারীরিক কারণে সাইবাবার প্রতি কোনওরকম নরম মনোভাব দেখানো উচিত নয়। কেননা শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি মাওবাদী ভাবাদর্শের প্রচারে দেশে-বিদেশে নানা সেমিনারে যোগ গিয়েছেন।
মাওবাদী যোগে দোষী সাব্যস্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জি এন সাইবাবা ও আরও ৫, যাবজ্জীবন কারাবাসের সাজা
Web Desk, ABP Ananda
Updated at:
07 Mar 2017 05:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -