নৈনিতাল: উত্তরাখণ্ড বিধানসভা থেকে বহিষ্কৃত ৯ বিদ্রোহী কংগ্রেস বিধায়কের ভাগ্য নিয়ে ধোঁয়াশা এখনও কাটল না। তাঁদের বহিষ্কার আইনসঙ্গত হয়েছি কিনা তা নিয়ে শনিবার রায় দেওয়ার কথা থাকলেও উত্তরাখণ্ড হাইকোর্ট রায়দান আরও দু’দিন স্থগিত রেখেছে। সোমবার অর্থাৎ ৯ তারিখ হবে ওই রায়দান। তার ঠিক পরদিনই মানে মঙ্গলবার বিধানসভায় অপসারিত হরিশ রাওয়াত সরকারের আস্থাভোট।
এর আগে সুপ্রিম কোর্ট তাদের রায়ে জানায়, যেহেতু ওই বিধায়করা বিধানসভা থেকে বহিষ্কৃত তাই তাঁদের বহিষ্কারের নির্দেশ ভুল, ঠিক যাই হোক, তাঁরা ভোটাভুটিতে যোগ দিতে পারবেন না। এই পরিস্থিতিতে ওই বিধায়করা তাকিয়ে ছিলেন হাইকোর্টের সিদ্ধান্তের দিকে। যদি হাইকোর্ট তাঁদের পক্ষে রায় দিয়ে বহিষ্কারের সিদ্ধান্ত বেআইনি বলে ঘোষণা করত, তবে তাঁরা আস্থাভোটে যোগ দিতে পারতেন। কিন্তু হাইকোর্ট সে ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা আরও দু’দিন স্থগিত রাখায় এখনও ঝুলে রইল তাঁদের ভবিষ্যৎ।
উত্তরাখণ্ডের ৯ বহিষ্কৃত বিধায়কের ভাগ্য নিয়ে জল্পনা, ৯ই রায় দেবে আদালত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2016 01:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -