জম্মু বিমানবন্দরের বাইরে উদ্ধার সন্দেহজনক বস্তু, বিস্ফোরক গুজবে এলাকায় চাঞ্চল্য
web desk, ABP Ananda | 08 Mar 2019 07:22 PM (IST)
জম্মু : জম্মু বিমানবন্দরের প্রধান প্রবেশপথের বাইরে উদ্ধার করা হল সন্দেহজনক বস্তু। শুক্রবার এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে পুলিশি কুকুর নিয়ে ঘটনাস্থলে পৌছাঁয় বোমা নিষ্ক্রিয়কারী দল। সাতওয়ারি এলাকার বিমান বন্দরের নিরাপত্তা বলয়ের বাইরে পড়ে থাকতে দেখা যায় ওই সন্দেহজনক বস্তুটি। একটি বৈদ্যুতিক সার্কিট এবং একটি ব্যাটারি উদ্ধার করা হলেও সন্দেহজনক বস্তুটি থেকে কোনও বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি।সূত্রের খবর, বোমা বলে গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ে। বৃহস্পতিবার জম্মু অঞ্চলের একটি সরকারি বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলার পর এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। গ্রেনেড হামলায় দুজন নিহত এবং ৩১ জন আহত হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর দক্ষিণ কাশ্মীরে বসবাসকারী একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। যুবক সন্ত্রাসবাদী দল হিজবুল মুজাহিদিনের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, বিমানবন্দরে পাওয়া সন্দেহজনক বস্তুটিতে কোনও বিস্ফোরক নেই। বিমানবন্দরগুলির নিরাপত্তা সংস্থাগুলি প্রয়োজনীয় কাজ করেছে ও পরিষেবা স্বাভাবিক রয়েছে।