নয়াদিল্লি: নির্দিষ্ট সময়ের তিন দিন আগেই আন্দামান ও নিকোবরে এসে পৌঁছল দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। আবহাওয়া দফতর এই খবর জানিয়েছে। আজ জাতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ, নিকোবর দ্বীপপুঞ্জ, গোটা দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের একাংশে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু ঘনীভূত ও জোরদার হয়েছে। এই অঞ্চলের আকাশে ঘন মেঘ জমে রয়েছে এবং যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই কারণেই বর্ষা এসে গিয়েছে বলে ঘোষণা করা যাচ্ছে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সাধারণত ১৭ মে বর্ষা আসে। তবে এবার তিন দিন আগেই সেখানে বর্ষা হাজির হওয়ায় দেশের অন্যান্য অংশেও বর্ষা চলে আসবে বলে আশা তৈরি হয়েছে। যদিও জাতীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর কে জি রমেশ বলেছেন, নির্দিষ্ট দিনের আগেই কেরলে বর্ষা হাজির হবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
বেসরকারি আবহাওয়া দফতর স্কাইমেটের প্রধান মহেশ পালাওয়াত বলেছেন, কেরলে সাধারণত ১ জুন বর্ষা আসে। তবে এবার সেটা এগিয়ে আসার সম্ভাবনা যথেষ্ট। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগরের বাকি অংশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশ করার উপযুক্ত আবহাওয়া দেখা যাচ্ছে।
সময়ের আগেই আন্দামান ও নিকোবরে এল বর্ষা
Web Desk, ABP Ananda
Updated at:
14 May 2017 05:49 PM (IST)
উপগ্রহ চিত্র, আইএমডি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -