নয়াদিল্লি: ‘স্বচ্ছ সুরবেক্ষণ ২০১৮’-র ফল প্রকাশিত হল। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্যের স্বীকৃতি পেল মধ্যপ্রদেশের ইনদওর। দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। তৃতীয় চণ্ডীগড়। রাজ্যগুলির মধ্যে সেরা ফল করেছে ঝাড়খণ্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে মহারাষ্ট্র ও ছত্তিসগঢ়। রাজ্যগুলির রাজধানীর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন মহারাষ্ট্রের গ্রেটার মুম্বই। বড় শহরগুলির মধ্যে পরিচ্ছন্নতার দিক থেকে সেরা অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। সবচেয়ে পরিচ্ছন্ন ছোট শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে নয়াদিল্লি পুরসভা। ক্যান্টনমেন্ট বিভাগে সেরা হয়েছে দিল্লি ক্যান্টনমেন্ট। এই তালিকায় এরপরেই আছে উত্তরাখণ্ডের তিন শহর আলমোড়া, রানিখেত ও নৈনিতাল। সবচেয়ে গতিশীল বড় শহরের স্বীকৃতি পেয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ।
আবাসন নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিংহ পুরী স্বচ্ছতা বিষয়ক এই সমীক্ষার ফল প্রকাশ করে বলেছেন, ২০১৬ সালে ১০ লক্ষ বা তার বেশি মানুষের বাস এমন ৭৩টি শহর এবং রাজ্যগুলির রাজধানী শহরগুলির উপর সমীক্ষা চালানো হয়েছিল। সেবার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি পেয়েছিল মাইসুরু। গত বছর ৪৩৪টি শহরের উপর সমীক্ষা চালানো হয়। এ বছর সেখানে ৪,২০৩টি শহরের উপর সমীক্ষা চালানো হয়েছে। এ বছরের ৪ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষা হয়। ৩৭.৬৬ লক্ষ মানুষ মতামত জানান। সমীক্ষার সময় প্রকাশ্যে মল-মূত্র ত্যাগ বন্ধ করা, যানবাহন, জঞ্জাল সাফাই সহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে। যে শহরগুলি সবচেয়ে খারাপ ফল করেছে, সেগুলির তালিকাও প্রকাশ করা হবে।
দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইনদওর, সেরা রাজ্য ঝাড়খণ্ড, রাজধানীগুলির মধ্যে এগিয়ে গ্রেটার মুম্বই
Web Desk, ABP Ananda
Updated at:
17 May 2018 05:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -