নয়াদিল্লি: স্বামী চিন্ময়ানন্দের জামিন মঞ্জুর করল এলাহাবাদ আদালত। ২৩ বছরের  আইনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার সেই মামলায় তাঁর জামিন মঞ্জুর করল এলাহাবাদ হাইকোর্ট।





স্বামী চিন্ময়ানন্দের ট্রাস্ট শাহজাহানপুরে একটি আইন কলেজ চালায়। সেখানেই পড়তেন ওই অভিযোগকারিনী। আইনের ছাত্রীর অভিযোগের ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬সি ধারায় চিন্ময়ানন্দের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং সেপ্টেম্বরে তিনি গ্রেফতার হন। এই বিজেপি নেতার বিরুদ্ধে তাঁর পদের অপব্যবহার ও ক্ষমতাপ্রদশর্ন করা সহ ধর্ষণের অভিযোগ আনা হয়। এছাড়াও তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ, ৩৪২ ও ৫০৬ ধারায়ও মামলদায়ের হয়েছে। প্রসঙ্গত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও অপরাধমূলক একাধিক ধারায় মামলা চলছে।


উল্লেখ্য, গত বছরই  অভিযোগকারী ছাত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়। ওই ছাত্রী নাকি চিন্ময়ানন্দের থেকে ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ছক কষেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করে পুলিশ। ডিসেম্বরে ওই মামলায় তাঁকে জামিন দেয় আদালত।