নয়াদিল্লি: ‘বিগ বসে’র প্রতিযোগী স্বামী ওম ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে এক মহিলার প্রতি অভব্য আচরণের অভিযোগে দায়ের হল মামলা। পুলিশ জানিয়েছে, ওম ও তাঁর সঙ্গী ওই মহিলার জামাকাপড় ছিঁড়ে সম্ভ্রমহানি করেছেন বলে অভিযোগ।

এই ঘটনায় আইপি এস্টেট থানায় একটি মামলা রুজু হয়েছে।

অভিযোগ অনুসারে, গত ৭ ফেব্রুয়ারি ওম ও তাঁর সঙ্গী সন্তোষ আনন্দ ওই মহিলাকে আক্রমণ করেন এবং তাঁর জামাকাপড় ছিঁড়ে দেন। রাজঘাট এলাকায় প্রকাশ্যে এভাবে ওই মহিলাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

নির্যাতিতা আরও অভিযোগ করেছেন, ওম ও তাঁর সঙ্গী তাঁকে হুমকি দেয় এবং গালিগালাজও করে। ওই মহিলা আর্ত চিত্কার  শুরু করলে ওমরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (সম্ভ্রমহানির উদ্দেশ্যে মহিলাকে নিগ্রহ বা জবরদস্তি করা)-য় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল ম্যাজিস্ট্রেটের সামনে ওই মহিলার বয়ান রেকর্ড করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। তিনি আরও জানিয়েছেন, অতীতেও দুই পক্ষ পরস্পরের মধ্যে ঝামেলা-বিবাদে জড়িয়ে পড়েছিল।