ভোপাল :সূর্য নমস্কার দিয়ে আজ দিনের শুরু করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্মদিন উপলক্ষ্যে মধ্যপ্রদেশে সরকারের আয়োজিত যোগ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্থান থেকে পড়ুয়া সহ অন্য অনেকেই যোগ দিয়েছিল। সেই অনুষ্ঠানে শিবরাজ তরুণদের প্রতিদিন সূর্য নমস্কার করার পরামর্শ দেন। তিনি বলেন, ফিট থাকতে এর অন্য কোনও বিকল্প নেই।
মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে। সুস্থ থাকতে গেলে ব্যায়াম জরুরি। এক্ষেত্রে ফিট থাকার সেরা উপায় সূর্য নমস্কার। স্বামী বিবেকানন্দের জন্মদিনে প্রতি বছর গণ সূর্য নমস্কার আয়োজনের সিদ্ধান্ত সরকার নিয়েছে বলেও জানিয়েছেন শিবরাজ।
মুখ্যমন্ত্রী বলেছেন, জীবনে বড় কিছু করলে গেলে সুস্থ থাকতে হবে। স্বামী বিবেকানন্দর আদর্শ অনুসরণ করার জন্য তরুণ প্রজন্মের কাছে আর্জি জানিয়েছে তিনি।
উল্লেখ্য, এদিন মধ্যপ্রদেশ সরকার এদিন রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সূর্য নমস্কার ও প্রাণায়াম আয়োজনের নির্দেশ দিয়েছিল। তবে এতে যোগদান বাধ্যতামূলক করা হয়নি।
ফিট থাকতে সূর্য নমস্কারের বিকল্প নেই, স্বামী বিবেকানন্দের জন্মদিনে পরামর্শ শিবরাজের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jan 2018 06:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -