নয়াদিল্লি: সাইরাস মিস্ত্রীর তোলা অভিযোগ খতিয়ে দেখতে বহুমুখী বিশেষ তদন্ত দল বা সিট তৈরির দাবি তুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই দাবি জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে অপসারণের পর রতন টাটার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে এয়ার এশিয়া বিমান কোম্পানিতে ‘কিছু ভুয়ো লেনদেন, জালিয়াতি’ হয়েছে বলেও দাবি করেছেন সাইরাস। সে ব্যাপারেই মোদীকে চিঠি পাঠিয়েছেন স্বামী।
বিজেপি-র এই রাজ্যসভা এমপি বলেন, ‘দেশের আইন পুরোপুরি লঙ্ঘন করে’ এয়ার এশিয়া ও ভিস্তারা এয়ারলাইন্সে ভারতীয় শরিক হিসাবে রতন টাটার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আগেও চিঠি লিখেছিলেন।
প্রসঙ্গত, এয়ার এশিয়া ইন্ডিয়ায় আর্থিক জালিয়াতির ব্যাপারে মিস্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসার পর পরিবহণ মন্ত্রক জানায়, যাবতীয় বিষয় খতিয়ে দেখে কোনও নিয়ম লঙ্ঘন হয়ে থাকলে দেশের আইন অনুসারেই পদক্ষেপ করা হবে। সেই প্রেক্ষাপটেই স্বামী মোদীকে পাঠানো চিঠিতে দাবি করেছেন, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেবি-র অফিসারদের নিয়ে সিট গঠন করা হোক, কেননা একাধিক অপরাধের বিষয় তোলা হয়েছে অভিযোগে।
এয়ার এশিয়া: সাইরাসের অভিযোগ খতিয়ে দেখতে সিট-তদন্ত চেয়ে মোদীকে চিঠি স্বামীর
Web Desk, ABP Ananda
Updated at:
28 Oct 2016 09:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -