নয়াদিল্লি: অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার বিতর্কে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার ইতালির হাইকোর্টের রায়কে হাতিয়ার করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

 

বুধবার রাজ্যসভায় চপার বিতর্ক নিয়ে ফের সরব হন স্বামী। তিনি বলেন, ইতালির আদালতের রায়ে ‘এপি’ নামের এক ব্যক্তিকে রাজনৈতিক সচিব হিসেবে উল্লেথ করা হয়েছে। এই ব্যক্তি কে সেটা কি আমরা জানি না? প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকেও এই চুক্তির ব্যাখ্যা দিতে হবে বলে দাবি স্বামীর।

 

অগুস্তাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নিয়মের বদল করা হয়েছিল এবং অন্য সংস্থাগুলিকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন এই বিজেপি সাংসদ। তাঁর দাবি, এই কেলেঙ্কারির সঙ্গে যাঁদের নাম জড়িয়েছে তাঁদের জেরা করার অধিকার আছে সিবিআই-এর।

 

চপার কেলেঙ্কারি নিয়ে এদিন বসপা নেত্রী মায়াবতীও সরব হন। তিনি বলেন, দেশের মানুষ এই কেলেঙ্কারিতে জড়িত রাজনৈতিক ব্যক্তিদের নাম জানতে চায় এবং তাদের শাস্তি চায়। সুপ্রিম কোর্টের নজরদারিতে চপার কেলঙ্কারির তদন্ত হওয়া উচিত বলেও দাবি মায়াবতীর।

প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর এদিন রাজ্যসভায় বলেন, ২০০২ থেকে এখনও পর্যন্ত ১২টি ভিভিআইপি চপার কেনা নিয়ে ৩,৬০০ কোটি টাকার দুর্নীতি নিয়ে ঘটনা পরম্পরা সংক্রান্ত যাবতীয় তথ্য পেশ করতে চান। এ বিষয়ে রাজ্যসভাকে অবহিত করাই তাঁর একমাত্র উদ্দেশ্য।