নয়াদিল্লি: রাশিয়ার একদা কিংবদন্তি কমিউনিস্ট নেতা লেনিন একজন ‘সন্ত্রাসবাদী’। তাঁর মূর্তি ভেঙে ফেলা ঠিকই হয়েছে। এমনটাই জানালেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এমন ব্যক্তির মূর্তি ভারতে প্রতিষ্ঠা করা কতটা যুক্তসঙ্গত, সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
গতকালই, দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়াতে বুলডোজার চালিয়ে লেনিনের মূর্তি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে রাজ্যে সদ্য ক্ষমতা দখল করা বিজেপির বিরুদ্ধে। এপ্রসঙ্গে, প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই ঘটনার পূর্ণ সমর্থন করেন স্বামী। সংসদ ভবনের বাইরে তিনি বলেন, লেনিন একজন বিদেশি। তিনি একদিক দিয়ে সন্ত্রাসবাদী ছিলেন। কারণ, রাশিয়াতেই তিনি স্বৈরাতন্ত্র চালিয়ে বহু লোককে মেরেছিলেন। আর আপনি চান, এমন একজনের মূর্তি এদেশে রাখতে?
রাজ্যসভার সাংসদ আরও জানান, মূর্তিটি এখনও অক্ষত রয়েছে। তেমন হলে বিজেপি তা সিপিএমের দফতরে পাঠিয়ে দেবে। বাম নেতাদের তাঁর পরামর্শ, তাঁরা চাইলে নিজেদের দলীয় কার্যালয়ের বাইরে ওই মূর্তি স্থাপন করে পুজো করতে পারেন।