নয়াদিল্লি: ঘরোয়া শিল্প ও জাতীয় নিরাপত্তার স্বার্থে পাকিস্তান থেকে সিমেন্ট আমদানি বন্ধ করার আবেদন জানালেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে এই আবেদন জানিয়েছেন।
উরিতে জঙ্গি হামলা এবং ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক ও সামরিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে স্বামী চিঠিতে লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে পাকিস্তান থেকে সিমেন্ট আমদানি নিষিদ্ধ করা উচিত। শুধু দেশের সিমেন্ট শিল্পের উন্নতি ও লড়াইয়ে টিকে থাকার স্বার্থেই নয়, দেশের নিরাপত্তার কথা ভেবেও আমি আপনাকে এই অনুরোধ করছি।’
দেশে সিমেন্টের চাহিদা বেড়ে যাওয়ায় ২০০৭ সাল থেকে লেভি ও শুল্ক ছাড়াই পাকিস্তান থেকে সিমেন্ট আমদানি শুরু হয়। স্বামীর দাবি, পরিস্থিতি এখন অনেক বদলে গিয়েছে। দেশে চাহিদার অভাবে প্রায় ১১৬ মিলিয়ন টন সিমেন্ট অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তাছাড়া পাকিস্তান থেকে আসা সিমেন্টের বস্তা থেকে মাদক ও নকল নোট উদ্ধারেরও খবর পাওয়া গিয়েছে। পাকিস্তান থেকে সিমেন্ট আমদানি করলে মাদক ও অস্ত্র চলে আসার ঝুঁকি থাকছে। তাই পাকিস্তান থেকে সিমেন্ট আমদানি করা উচিত নয়।
স্বামী আরও বলেছেন, পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, চিন থেকে সিমেন্ট আমদানি করছে ভারত। পাকিস্তান সবরকমভাবে ভারতকে সমস্যায় ফেলার চেষ্টা চালিয়ে গেলেও সেদেশ থেকে শুল্কহীন সিমেন্ট আমদানি করা হচ্ছে। পাকিস্তান থেকে সিমেন্ট আমদানি ‘মেক ইন ইন্ডিয়া’-র বিরোধী।
পাকিস্তান থেকে সিমেন্টে না
Web Desk, ABP Ananda
Updated at:
05 Oct 2016 10:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -