কয়েকদিন আগেই স্বামী ঘোষণা করেছিলেন, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের পর এবার তাঁর নিশানায় থাকবেন কেজরীবাল। বিজেপি সাংসদ মহেশ গিরি যখন দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে ছিলেন স্বামী। সেই ঘোষণা অনুযায়ীই তিনি কেজরীবালের বিরুদ্ধে ‘লড়াই’ শুরু করলেন।
১৯৮৫ সালে আইআইটি খড়গপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হন কেজরীবাল। তিনি ১৯৮৯ সালে বি টেক (সাম্মানিক) ডিগ্রি পান। তথ্যের অধিকার আইনে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজরীবালের ভর্তি হওয়ার নথি চেয়েছেন স্বামী। কিন্তু কেজরীবালের রোল নম্বর জানালেও, পরীক্ষার ফল, সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স বা সমতুল্য কোনও পরীক্ষার ফল জানায়নি আইআইটি কর্তৃপক্ষ। তথ্যের অধিকার আইন থেকে এই সংক্রান্ত নথিগুলিকে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইআইটি।
ফলে আপাতত স্বামীকে নিরাশ হতে হচ্ছে। তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।