বর্ণিকাকে পিছু ধাওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা করবেন স্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Aug 2017 06:09 PM (IST)
নয়াদিল্লি: চণ্ডীগড়ে তরুণীকে পিছু ধাওয়ার ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা করতে চান বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, এই ঘটনায় চণ্ডীগড় পুলিশ ‘ডিগবাজি’ খেয়েছে। উল্লেখ্য,এক আইপিএস অফিসারের মেয়ে বর্ণিকা কুণ্ডুর পিছু ধাওয়ার অভিযোগ উঠেছে হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বারালার ছেলে বিকাশ বারালা ও তার সঙ্গীর বিরুদ্ধে। স্বামী ট্যুইট করে বলেছেন, আইএএস অফিসারের মেয়েকে দুই মদ্যপ দুষ্কৃতীর অপহরণের চেষ্টার ঘটনায় তিনি তাঁর সহযোগী আইনজীবীর মাধ্যমে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে জনস্বার্থ মামলা করবেন। এই মামলায় তিনি আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের আর্জি জানাবেন। বিজেপির রাজ্যসভার সাংসদ স্বামীর দাবি, চণ্ডীগড় পুলিশ ঘটনার অবাধ ও নিরপেক্ষ তদন্ত করার জায়গায় নেই। স্বামীর আরও দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে প্রথমে জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। পরে জামিন-অযোগ্য ধারা তুলে নিয়ে দুই অভিযুক্তকেই ছেড়ে দেয় পুলিশ।তাও আবার অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করার পর।