২০১২ সালে বেআইনিভাবে প্রবেশের অপরাধে মুম্বইয়ের বাসিন্দা হামিদ নেহাল আনসারিকে গ্রেফতার করে পাকিস্তান। অনলাইনে আলাপ হওয়া এক মেয়ের সঙ্গে দেখা করতে নকল নথি দেখিয়ে আফগানিস্থান হয়ে পাকিস্তানে প্রবেশ করে সে। এই অপরাধে বন্দি করা হয় তাকে। রাখা হয় পেশোয়ার জেলে। সেখানেই এই নিয়ে তিনবার জখম হতে হল হামিদকে।
এই নিয়ে উদ্বিগ্ন সুষমা টুইট করেন, বারবার হামিদ আনসারির ওপর হামলার ঘটনায় তিনি বিরক্ত। এটা অমানবিক।
হামিদের আইনজীবী কাজি মহম্মদ আনওয়ার জানিয়েছেন, পেশোয়ার জেলে হামিদকে ডেথ সেলে রাখা হয়েছিল। তার সহবন্দিরা সাংঘাতিক অপরাধে অপরাধী। খুনের দায়ে ফাঁসির সাজা হয়েছে এমন বন্দিও রয়েছে। নিয়মিত চড়-থাপ্পড় তো চলতোই। এই মাসেই নৃশংসভাবে আঘাত করা হামিদকে। হাসপাতালে ভর্তি রয়েছে সে।