নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানকে ‘কড়া বার্তা’ দেওয়া সম্ভব হল বলে মনে করছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।
এদিন সনিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবমেদ পটেল বলেন, জঙ্গি লঞ্চ-প্যাডে সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য আমরা ভারতীয় সেনাকে সাধুবাদ জানাচ্ছি। আমরা সম্পূর্ণভাবে সামরিক বাহিনীকে সমর্থন করছি।
এদিন সনিয়ার সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাক-অধিকৃত কাশ্মীরে অভিযান নিয়ে কংগ্রেস সভানেত্রীকে বিস্তারিত তথ্য দেন তিনি। সূত্রের খবর, সনিয়া জানিয়েছেন, এই অভিযান চালিয়ে পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হয়েছে।
সনিয়া বলেন, দেশের নিরাপত্তা রক্ষা ও সীমান্তে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতে সরকারের এই পদক্ষেপকে স্বাগত। সেনা জওয়ান ও দেশবাসীর ওপর কোনও রকম হামলা যে বরদাস্ত করা হবে না, এই অভিযান তারই স্পষ্ট বার্তা। আশাকরি, পাকিস্তান নিশ্চয়ই সীমান্ত সন্ত্রাস রুখতে উপযুক্ত পদক্ষেপ নেবে।
সীমান্তের ওপার থেকে এদেশে সন্ত্রাস পাচার করার পিছনে পাকিস্তান যে বড় ভূমিকা নিয়েছে, তা স্বীকার করে সনিয়া। জঙ্গি-দমন অভিযানকে সমর্থন করে দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, সামরিক বাহিনীকে স্যালুট।
কথা বললেন সুষমা, পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হল, জানালেন সনিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
29 Sep 2016 07:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -