আমেরিকায় ভারতীয় দত্তক শিশুকন্যার নিঁখোজের ঘটনায় উদ্বেগ সুষমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Oct 2017 01:24 PM (IST)
নয়াদিল্লি: দুধ দিয়েছিলেন বাবা। পুরোটা শেষ করেনি সে। এজন্য রাগে বাবা তিন বছরের ভারতীয় শিশুকন্যাকে আমেরিকার টেক্সাসে বাড়ির বাইরে বের করে দিয়েছিলেন। তারপর থেকেই সে নিখোঁজ। গত শনিবার এই ঘটনা ঘটেছে। তারপর থেকেই ফেরার শিশুকন্যার বাবা শেরিন ম্যাথিউজ। শিশুটির নিখোঁজ হওয়ার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি ট্যুইট করে বলেছেন, আমেরিকায় ভারতীয় দূতাবাস সক্রিয়তার সঙ্গে ঘটনাক্রমের দিকে নজর রাখছে এবং তাঁকে ঘটনা সম্পর্কে প্রতি মুহুর্তে জানাচ্ছে। গত বছর বিহারের নালন্দার একটি এনজিও-র কাছ থেকে শিশুকন্যাটিকে দত্তক নেওয়া হয়েছিল।