নয়াদিল্লি: ভারতে চিকিত্সার জন্য ১০ মাসের এক সদ্যোজাত সহ পাঁচশিশুর ভিসা মঞ্জুর করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
বিদেশমন্ত্রী ট্যুইটের মাধ্যমে জানিয়েছেন, পাক শিশু-মহম্মদ আহমদ (১০ মাস), আবুজার (৭ বছর), মোহিত (৭ বছর),জয়নাব শাহজাদি (৮ বছর), মহম্মদ জৈন আসলাম (৯ বছর)-দের জন্য মেডিক্যাল ভিসার অনুরোধ এসেছিল। সবারই আর্জি মঞ্জুর করা হয়েছে।






পাকিস্তানের আরও দুই নাগরিকের মেডিক্যাল ভিসার আর্জিতে ছাড়পত্র দেওয়ার কথাও জানিয়েছেন স্বরাজ।






দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সত্ত্বেও স্বরাজ পাক নাগরিকদের মেডিক্যাল ভিসার আর্জিতে মানবিকতার খাতিরেই তত্পরতার সঙ্গে সাড়া দিয়ে আসছেন।