নয়াদিল্লি: বিদেশ বিভুঁইয়ে সমস্যায় পড়া ভারতীয়দের পাশে ফের সুষমা স্বরাজ। পাসপোর্ট হারিয়ে মালয়েশিয়ায় বিমানবন্দরে বিপাকে পড়েছিল একটি ভারতীয় পরিবার। সুষমার হস্তক্ষেপে দ্রুত সমস্যা মিটেছে পরিবারটির। সপ্তাহ শেষে বন্ধ থাকা সত্ত্বেও ভারতীয় দূতাবাসকে পরিবারটিকে ভ্রমণ সংক্রান্ত নথিপত্রের ব্যবস্থা করতে নির্দেশ দেন বিদেশমন্ত্রী।

মীরা রমেশ পটেল নামে এক মহিলা ট্যুইটারে বিদেশমন্ত্রীকে তাঁর পরিবারের লোকজনের পাসপোর্ট খোয়া গিয়েছে, তাঁরা কুয়ালালামপুর বিমানবন্দরে বসে রয়েছেন বলে জানান। তিনি বিদেশমন্ত্রীকে আর্তি জানান, সপ্তাহের শেষ বলে দূতাবাসও বন্ধ। দয়া করে সাহায্য করুন!





মহিলার ট্যুইটের পর সঙ্গে সঙ্গে সুষমা বিষয়টি জরুরি বলে উল্লেখ করে মালয়েশিয়ার ভারতীয় দূতাবাসকে অফিস খুলে পরিবারটিকে সাহায্য করতে বলেন।

দূতাবাস প্রতিক্রিয়ায় ট্যুইট করে জানায়, পরিবারটির সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হচ্ছে।

আরও একটি ঘটনায় ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসকেও পাসপোর্ট হারিয়ে ফেলা এক ভারতীয় পড়ুয়াকে সাহায্য করার নির্দেশ দেন বিদেশমন্ত্রী। অনুশা ধুলিপালা নামে ওই পড়ুয়া ট্যুইট করেন, পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বলে কোথাও যেতে পারছেন না।