নয়াদিল্লি: পেশোয়ারের জেলে সহ-বন্দিদের হাতে নিগৃহীত ভারতীয় বন্দি হামিদ নেহল আনসারির বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

গত সপ্তাহেই পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তিনি নির্দেশ দিয়েছিলেন কনস্যুলেট আধিকারিকরা যেন ওই বন্দির সঙ্গে জেলে বা হাসপাতালে দেখা করেন। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চাইতে কনস্যুলেট অফিসারদের নির্দেশ দেন তিনি।

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, হামলার প্রেক্ষিতে জেলে আনসারির নিরাপত্তার বিষয়ে পাক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে ভারত। তিনি বলেন, আনসারির নিরাপত্তা যে পাক প্রশাসনের দায়িত্ব, তা ইসলামাবাদকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

২০১২ সালে বেআইনিভাবে প্রবেশের অপরাধে মুম্বইয়ের বাসিন্দা ৩১ বছরের হামিদ নেহল আনসারিকে গ্রেফতার করে পাকিস্তান। অনলাইনে আলাপ হওয়া এক পাক যুবতীর সঙ্গে দেখা করতে নকল নথি দেখিয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তানে প্রবেশ করেন তিনি। এই অপরাধে বন্দি করা হয় তাঁকে। রাখা হয় পেশোয়ার জেলে। সেখানেই সহবন্দিদের হাতে তিনবার আক্রান্ত হন হামিদ।