নয়াদিল্লি: পকেটে একটা পয়সাও নেই। দেশে ফেরার বিমানের টিকিট জোগাড় করতে দু বছরের ওপর ১০০০ কিমির বেশি রাস্তা হেঁটে লেবার কোর্টে শুনানির জন্য যাওয়া-আসা করেছেন
দুবাইয়ের এক প্রবাসী ভারতীয়! তিরুচিরাপল্লী থেকে কাজের সূত্রে বিদেশে গিয়ে চরম দুর্দশায় পড়া জগন্নাথন সেলভারাজ নামে ওই ভারতীয়ের কথা কানে যেতে নড়েচড়ে বসেছেন সুষমা স্বরাজ। তিনি তাঁর ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। দুবাইয়ের ভারতীয় দূতাবাসের কাছে রিপোর্টও তলব করেছেন।
সেলভারাজের কাহিনি যে কোনও লোকের চোখে জল এনে দেবে। দুবাইয়ে মাথা গোঁজার ঠাঁই নেই।তিনি মাসের পর মাস কাটাচ্ছেন সোনাপুরের একটি পাবলিক পার্কে। সোনাপুর থেকে কারামার ওই আদালত যেতে বাসভাড়া লাগে সামান্য কয়েক দিরহাম। কিন্তু পকেটে তাও নেই। দুবাইয়ের ব্যস্ত হাইওয়েতে রোদ, যানজট, ধুলোর ঝড়, সব কিছু সয়ে ক্লান্তিকে জয় করে ২২ কিমি হেঁটে লেবার কোর্টে হাজিরা দিয়েছেন তিনি। আবার ২২ একইভাবে সমান দূরত্ব অতিক্রম করে ফিরেছেন। যেতে আসতে দু ঘণ্টা করে চার ঘণ্টা হাঁটতে হয়েছে তাঁকে।
ট্যুইট করে সুষমা বলেছেন, দুবাইয়ের ভারতীয় দূতাবাসের কাছে পুরো রিপোর্ট চেয়ে পাঠিয়েছি।