নয়াদিল্লি: ইরাকের মসুলে ৩৯ জন অপহৃত পণবন্দি ভারতীয়ের সবাইকেই আইসিস সন্ত্রাসবাদীরা হত্যা করেছে বলে সংসদে সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের আচরণের তীব্র নিন্দা করলেন সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রীই আজ যাবতীয় অনুমান, জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দেন, ওই ৩৯ জনের কেউই আর বেঁচে নেই, তাঁদের দেহ উদ্ধার হয়েছে। কংগ্রেস অবশ্য তীব্র ক্ষোভ জানিয়ে অভিযোগ করে, সরকার আগেই এটা জানত। ওদের পরিবারগুলিকে এতদিন আশার আলো দেখিয়ে কেন এত দেরি করে ঘোষণা করা হল, প্রশ্ন তোলেন কংগ্রেস সদস্যরা। এ নিয়ে তুলকালাম হয়। পরে সাংবাদিক বৈঠক ডেকে বিদেশমন্ত্রী কংগ্রেসের সমালোচনা করে বলেন, লোকসভায় গণ্ডগোল বাঁধিয়ে 'সস্তার রাজনীতি'তে ইন্ধন দিচ্ছে ওরা।
কংগ্রেসের অভিযোগের পাল্টা সুষমা যুক্তি দেন, কোনও সরকারই প্রমাণ হাতে না আসা পর্যন্ত কাউকে মৃত ঘোষণা করতে পারে না। আর তাঁর সরকার 'নিখোঁজ মানেই নিহত, মৃত' বলে ধরে নেওয়ার তত্ত্বে বিশ্বাসী নয়।
সুষমা বলেন, ইরাকে ৩৯ জনের মৃত্যু প্রসঙ্গে আমি যখন বিস্তারিত জানাতেই যাচ্ছি, তখন কেন লোকসভার কাজ এভাবে শিকেয় তুলে দিল, তার ব্যাখ্যা দেওয়া উচিত কংগ্রেসের। মানুষের মৃত্যু নিয়েও রাজনীতি হবে!
তিনি এও বলেন, ২০১৪ থেকে ১০১৭-র মধ্যে বারবার এটাই বলা হয়েছে যে, ওরা জীবিত না মৃত, এ ব্যাপারে কোনও তথ্যই নেই। আমরা কাউকেই অন্ধকারে রেখে কিছু করিনি। মিথ্যাচার নয়, আমরা নিরলস প্রয়াস চালিয়েছি এ ব্যাপারে। কিন্তু সরকার আর একজন ব্যক্তির মধ্যে পার্থক্য আছে। হরজিত সিংহ (একমাত্র জীবিত) স্রেফ একটি লোক। সে অনেক কিছুই বলতে পারে। কিন্তু সরকারকে ন্যূনতম দায়িত্ববোধ দেখাতে হয়। আমরা প্রথমে এ ব্যাপারে নিশ্চিত হতেই যাবতীয় চেষ্টা করেছি যে, আমাদের নাগরিকদের বেঁচে থাকার আর কোনও সম্ভাবনাই নেই। একমাত্র তারপরই ওদের দেহগুলি খুঁজে বের করার প্রয়াস চালানো হয়।
তিনি আরও বলেন, ৩ বছর ধরে এই সভায় এটাই বলে গিয়েছি যে, ওদের মৃত্যুর প্রমাণ না পাওয়া পর্যন্ত কোনও ফাইলই বন্ধ হবে না। দায় ঝেড়ে ফেলার জন্য অন্য কারও দেহকে ওদের বলে চালিয়ে দেওয়াটা মহাপাপ হোত।
'
মসুলে ৩৯ ভারতীয়ের হত্যা: কোনও সরকারই প্রমাণ ছাড়া কাউকে মৃত ঘোষণা করতে পারে না, 'সস্তা রাজনীতি' করছে কং, পাল্টা সুষমা
Web Desk, ABP Ananda
Updated at:
20 Mar 2018 05:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -