নয়াদিল্লি: অতিথি পরায়ণার উজ্জ্বল নিদর্শন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। সফররত নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে দলের গ্লাস এগিয়ে দিলেন তিনি। কয়েকদিন আগে ওই ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে বিবৃতি পড়ছিলেন দেউবা। আচমকাই কাশতে শুরু করেন তিনি। গলা বুজে আসে। উঠে আসেন সুষমা। একেবারের সামনের সারিতে বসেছিলেন তিনি।
কাশি সত্ত্বেও বিবৃতি পাঠ বন্ধ করেননি দেউবা। বিদেশমন্ত্রী মঞ্চে উঠে আসার পরই মোদী তার সামনে থাকা জলের জারের ঢাকনাটি খুলে দেন। সুষমা গ্লাসে জল ভরে এগিয়ে দেন নেপালের প্রধানমন্ত্রীর দিকে।
দুই দেশের আধিকারিকদের বুঝে ওঠার আগেই ঘটে যায় পুরো ঘটনা। কারণ, সব কিছু ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। বুঝতে পারেননি দেউবাও। কিছুক্ষণ বিবৃতি পাঠের পর তিনি বুঝতে পারেন যে, জলের গ্লাস হাতে দাঁড়িয়ে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।
তা দেখে বিস্মিত হয়ে যান নেপালের প্রধানমন্ত্রী। জলের গ্লাস হাতে নিয়ে বলেন, দুঃখিত, আমার গলাটা ভেঙে গিয়েছে।
দেউবার হাত থেকে খালি গ্লাস নেওয়ার জন্যও অপেক্ষা করছিলেন সুষমা। কিন্তু ততক্ষণে উঠে আসেন এক আধিকারিক। এরপর নিজের আসনে ফিরে যান বিদেশমন্ত্রী। দেউবা তাঁর বিবৃতি পাঠ সম্পূর্ণ করেন।
উল্লেখ্য, বিদেশে থাকা বিপন্ন ভারতীয়দের সাহায্যের আর্জিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য ইতিমধ্যেই সুখ্যাতি অর্জন করেছেন সুষমা।
নেপালের প্রধানমন্ত্রীর কাশি, নিজের হাতে জলের গ্লাস এগিয়ে দিলেন সুষমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2017 12:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -