নয়াদিল্লি: ভারতের চর অভিযোগে পাকিস্তানের হাতে বন্দি কুলভূষণ যাদবের মায়ের জন্য ভিসা চেয়ে পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজকে ব্যক্তিগত চিঠি লিখেছিলেন তিনি। সেই চিঠির প্রাপ্তিস্বীকারটুকুও করেননি আজিজ। একের পর এক টুইটে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।


তিনি লিখেছেন, যে পাক নাগরিকরা চিকিৎসার জন্য এ দেশে আসতে মেডিক্যাল ভিসা চাইছেন, তাঁদের প্রতি তাঁর সহানুভূতি আছে। কিন্তু পাক বিদেশমন্ত্রীর কাছ থেকে প্রস্তাব না এলে সেই ভিসার আবেদন গ্রাহ্য করা সম্ভব নয়।






















তিনি লেখেন, কুলভূষণের মা অবন্তিকা যাদবও ছেলের সঙ্গে সাক্ষাৎ চেয়ে পাকিস্তানে ভিসার আবেদন করেছেন। এ জন্য তিনি নিজে ব্যক্তিগত চিঠি লেখেন আজিজকে। নিজের ক্ষোভ গোপনের কোনও চেষ্টা না করে সুষমা জানিয়েছেন, সেই চিঠির প্রাপ্তিস্বীকারের সৌজন্যটুকুও আজিজ করেননি।