হরিদ্বার: সাম্প্রতিক ইরান সফরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পরনের পোশাক নিয়ে আপত্তি তুললেন দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী। তিনি বলেছেন, স্বরাজ ইরানে যে পোশাক পরেছেন, সেটি ইরানি সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে মানানসই হলেও আমাদের নিজস্ব সংস্কারের সঙ্গে খাপ খায় না। এতে বিদেশে ভারতের সম্মান নষ্ট হয়েছে।

 

সুষমার সমালোচনা করে তিনি টেনেছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর প্রসঙ্গ। বিদেশ সফরে ইন্দিরার পোশাকে ‘ভারতীয়্ত্ব’ ফুটে উঠত বলে মন্তব্য করেছেন তিনি। শঙ্করাচার্য বলেছেন, বিদেশে গেলে ইন্দিরা খেয়াল রাখতেন নিজের পোশাক-আশাকের দিকে। যাতে তাঁর ভারতীয় পরিচিতি প্রতিফলিত হয়, সেটা সুনিশ্চিত করতেন। সুষমা এটা করেননি।

 

সম্প্রতি স্বরূপানন্দ বলেন, মহারাষ্ট্রের শনি সিঙ্গনাপুরের মন্দিরে মেয়েরা ঢোকার ফলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাবে।