নয়াদিল্লি:  আজ থেকে দেশের নির্বাচিত কিছু পেট্রোল পাম্প যেখানে পিওএস মেশিন রয়েছে, সেখানে ডেবিট কার্ড সোয়াইপ করলে মিলবে ২০০০ টাকা। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে, আমজনতাকে যেভাবে হয়রান হতে হচ্ছে, সেটা কিছুটা কমাতেই সরকারের এই পদক্ষেপ। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পেট্রোল পাম্পে টাকা দেওয়ার প্রস্তুতি। এই পরিষেবা দেশের আড়াই হাজার পেট্রোল পাম্পে পাওয়া যাবে।

এখন আড়াই হাজার পেট্রোল পাম্পে এসবিআইয়ের পিওএস মেশিন রয়েছে। সেখানে গিয়ে ডেবিট কার্ড সোয়াইপ করলে প্রতিদিন ব্যক্তি পিছু দুহাজার টাকা করে তুলতে পারবে গ্রাহক। পিওএস মেশিন সাধারণত, ডেবিট বা ক্রেডিট কার্ডে লেনদেন করতে ব্যবহৃত হয়। এদিকে দেশের সমস্ত তেল সংস্থাই সিদ্ধান্ত নিয়েছে, শুক্রবার থেকে তাঁদের সমস্ত আউটলেটে নোট বদলের সুবিধা পাওয়া যাবে।

প্রসঙ্গত, তেল সংস্থা এইচপিসিএল, আইওসিএল এবং ভারত পেট্রোলিয়ামের প্রতিনিধিরা এসবিআইয়ের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পেট্রোল পাম্পে পিওএস মেশিন ব্যবহার করে টাকা তোলার প্রস্তাব দেন। এই প্রস্তাবে রাজি হয়ে এসবিআইয়ের চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, এরজন্যে পর্যাপ্ত নগদের ব্যবস্থা করা হবে। এই পদক্ষেপের ফলে কিছুটা স্বস্তি পাবে আমজনতা এবং ব্যাঙ্ক কর্মীরাও। প্রথমে আড়াই হাজার পেট্রোল পাম্পে এই পরিষেবা পাওয়া গেলেও, ধীরে ধীরে এই পরিষেবা কুড়ি হাজার পেট্রোল পাম্পে পাওয়া যাবে।