সোয়াইপ নিয়ে এল ৪জি স্মার্টফোন ‘Elite 4G’, দাম ৩,৯৯৯ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Aug 2017 09:12 AM (IST)
পুনে: সোয়াইপ টেকনলজিস নিয়ে এল সস্তার ৪জি স্মার্টফোন ‘Elite 4G’। দাম ৩,৯৯৯ টাকা। এই ফোন ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। ‘Elite 4G’-তে রয়েছে ৫ ইঞ্চি এফডব্লবিজিএ ডিসপ্লে, যা গোরিলা গ্লাস দিয়ে তৈরি। এতে রয়েছে 1.3 GHz কোয়াডকোর প্রোসেসর।মার্শমেলো 6.0 ওএস চালিত এই ফোনের ইন্টারন্যাল মেমোরি ৮ জিবি, যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারি 2,500mAh। পূর্ণ চার্জে ১১ ঘন্টা পর্যন্ত কথা বলা যাবে। সোয়াইপের প্রতিষ্ঠাতা তথা সিইও শ্রীপাল গাঁধী বলেছেন, ভারতের স্মার্টফোন বাজারে যোগ দিতে পেরে তাঁরা খুশি। ফোনটিতে রয়েছে অনেক ফিচার, যেগুলি ভারতীয়দের প্রয়োজনের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে। এই ফোন কালো, বাদামি ও সোনালি –এই তিনটি রঙে পাওয়া যাবে।