বিয়ের আয়োজন নিয়ে চিন্তায়? মুশকিল আসান কীভাবে, জানুন
Web Desk, ABP Ananda | 10 Aug 2016 09:48 AM (IST)
নয়াদিল্লি: বিয়ের পরিকল্পনা করছেন? অথচ ভেবে পাচ্ছেন না, কী করে সব ব্যবস্থা করে উঠবেন? চিন্তা নেই। আপনার সুবিধার্থে ওয়ান স্টপ সলিউশন নিয়ে হাজির তাজ গ্রুপ। বিয়ের সমস্ত ঝুট-ঝামেলা সামলাতে এক অভিনব পরিকল্পনা নিয়ে হাজির তাজ হোটেলস, রিসর্ট এবং প্যালেসেস। সম্প্রতি, ‘টাইমলেস ওয়েজিং কনসার্জ’ নামে ওই উদ্যোগের আওতায় বিয়ে সংক্রান্ত যাবতীয় অনুষ্ঠানের ডালি নিয়ে প্রস্তুত তাজ। কী নেই তাতে? সংস্থার তরফে জানানো হয়েছে, বিয়ের প্রতিটি আচার এখানে সুষ্ঠুভাবে পালিত হবে। অর্থাৎ – বিয়ের আগের ও পরের যাবতীয় অনুষ্ঠান, রীতি ও আচার পর্যন্ত সব পরিষেবার আয়োজন করবে তাজ কর্তৃপক্ষ। যেমন প্রি-ওয়েডিং অনুষ্ঠানের মধ্যে পড়বে যোগাসন, ধ্যান। বর বা কনের জন্য পৃথক গ্রুমিং, সাজ-সজ্জা, পোশাকের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি, আয়োজন থাকবে ব্যাচেলর পার্টি, সঙ্গীত, হলদি, মেহেন্দি ইত্যাদিরও। অতিথি আপ্যায়ণের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে। উভয় পক্ষের প্রতিটি রুচি অনুযায়ী তৈরি করা হবে মানানসই ডেকরেশন, থিম, রঙ, আবহ, আলো, সঙ্গীত । এমনকী, খাদ্যাভ্যাস অনুযায়ী বৈচিত্র্য থাকবে মেনুতেও। ব্যবস্থা থাকবে ওয়েডিং ফটোগ্রাফার্স এবং ভিডিওগ্রাফারদেরও। আবার বিয়ে-পরবর্তী পরিষেবার মধ্যে থাকবে মধুচন্দ্রিমা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গোয়া বা মালদ্বীপে – তাজের হনিমুন রিসর্ট রয়েছে। সেখানে কমপ্লিমেন্টারি হিসেবে বর-কনের জন্য প্যাকেজ দেওয়া হবে। সংস্থার চিফ রেভিনিউ অফিসার চিন্ময় শর্মা জানান, তাঁরা এমন একটি পরিকল্পনা করেছেন, যেখানে এক জায়গাতেই বিয়ের যাবতীয় আয়োজন হাতের কাছে মিলবে। ফলে, একজনকে বরাত দিয়েই চিন্তামুক্ত হয়ে যান। তারাই সব ব্যবস্থা করে আপনার বিয়ে সফল করবে।