সঙ্গীতের তাজমহল সম্পর্কে মন্তব্য খারিজ করেছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার প্রকাশিত দ্রষ্টব্য পর্যটনস্থলগুলির তালিকা থেকে তাজমহল বাদ পড়ায় প্রবল বিতর্ক শুরু হয়েছিল। সঙ্গীতের মন্তব্য তাতে ঘি ঢাললেও শেষ পর্যন্ত আদিত্যনাথ জানিয়ে দেন, তাজমহল তৈরি হয়েছিল ভারতমাতার সন্তানদের ঘাম-রক্তে এবং তার সুরক্ষা সুনিশ্চিত করা উত্তরপ্রদেশ সরকারের দায়িত্ব। তবে আদিত্যনাথের স্পষ্ট ঘোষণা সত্ত্বেও বিতর্ক থামেনি। বিজেপির আরেক শীর্ষ নেতা বিনয় কাটিয়ার দাবি করেন, তাজমহল আদতে ছিল শিবের মন্দির, যার নাম ছিল তেজো মহল, পরবর্তীকালে তাকে স্মৃতিসৌধে পরিণত করেন মুঘল সম্রাট শাহজাহান। তাজমহল এক দারুণ সুন্দর কবরখানা! ট্যুইট হরিয়ানার মন্ত্রী অনিল ভিজের
Web Desk, ABP Ananda | 20 Oct 2017 07:51 PM (IST)
চন্ডীগড়: তাজমহল সম্পর্কে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। আগ্রার এই প্রসিদ্ধ সৌধ সম্পর্কে সম্প্রতি আলোড়ন ফেলে দিয়ে বিজেপির উত্তরপ্রদেশের সারদানার বিধায়ক সঙ্গীত সোম বলেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক, যিনি এর নির্মাতা, নিজের বাবাকেই বন্দি করেছিলেন তিনি! দেশের ইতিহাসে তাজমহলের স্থান কোথায়, সেই প্রশ্ন করেন সঙ্গীত। এর রেশ কাটতে না কাটতেই হরিয়ানার স্বাস্থ্য ও ক্রীড়ামন্ত্রী ভিজের ট্যুইট, তাজমহল এক চমত্কার সুন্দর কবরখানা! তবে এটা নতুন কিছু নয়, অতীতেও ভিজের নানা মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে।