নয়াদিল্লি: দেশের ১০টি বৃহৎ পর্যটন স্থলকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। বিদেশি বিশেষজ্ঞদের সাহায্যে আন্তর্জাতিক মান অনুসারে এই জায়গাগুলিকে পরিষ্কার করা হবে। প্রযুক্তিগত সহায়তা করবে বিশ্বব্যাঙ্ক।

 

যে ১০টি জনপ্রিয় পর্যটন স্থলকে পরিচ্ছন্ন করার জন্য বেছে নেওয়া হয়েছে সেগুলি হল তাজমহল, মণিকর্ণিকা ঘাট, বৈষ্ণোদেবী, তিরুপতি, ছত্রপতি শিবাজি টার্মিনাস, আজমেঢ় শরিফ, স্বর্ণ মন্দির, মিনাক্ষী মন্দির, কামাক্ষী মন্দির এবং জগন্নাথপুরী। এছাড়া দেশের ১০টি জনপ্রিয় অভয়ারণ্য ও বাঘেদের জন্য সংরক্ষিত অঞ্চলকেও পরিচ্ছন্ন করা হবে।

 

পানীয় জল ও পরিচ্ছন্নতা মন্ত্রকের সচিব পরমেশ্বরণ আয়ার বলেছেন, যে জায়গাগুলিকে পরিচ্ছন্ন করার জন্য বেছে নেওয়া হয়েছে, সেগুলিকে সম্পূর্ণ পরিষ্কার করা হবে। আগামী মাসে বিশেষজ্ঞদের নিয়ে দু দিনের কর্মশালার আয়োজন করবে সরকার। জায়গা ধরে ধরে পরিচ্ছন্নতার পরিকল্পনা, আন্তর্জাতিক মান অনুসারে পরিচ্ছন্নতার মাপকাঠি, সময় এবং আর্থিক বিষয়টি নির্ধারণ করা হবে।

 

পরিবেশ ও বন মন্ত্রকের সচিব অজয় নারায়ণ ঝা বলেছেন, সরকার এই উদ্যোগ সফল করার জন্য কর্পোরেট হাউস এবং সাধারণ মানুষের সাহায্য চাইছে। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবেই অভয়ারণ্যগুলিকেও পরিচ্ছন্ন করা হবে।