মথুরা: দেশের সর্বোচ্চ গতির ট্রেনের তকমা পেল ‘তালগো’। বুধবার ট্রায়াল রানে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতি তোলে স্প্যানিশ সংস্থা নির্মিত এই ট্রেন। মথুরা-পালবল রুটে মাত্র ৩৮ মিনিটে ৮৪ কিলোমিটার রাস্তা পার করে দেয় তালগো।
এতদিন দেশের সর্বোচ্চ গতির ট্রেন ছিল ‘গতিমান এক্সপ্রেস’। বুধবার সেই রেকর্ড ভেঙে দিল তালগো। গতিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ‘শতাব্দী এক্সপ্রেস’-এর গতি ঘণ্টায় ১৫০ কিলোমটার এবং ‘রাজধানী এক্সপ্রেস’-এর গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার।
আগরার ডিভিশনলার ম্যানেজার প্রভাস কুমার এই নজিরের কথা বলতে গিয়ে জানান, অন্যান্য ট্রেনের তুলনায় তুলনামূলক অনেকটাই হাল্কা তালগো। পাশাপাশি, অত্যাধুনিক প্রযুক্তির হওয়ায়, তালগো উচ্চ গতি তুলতে সক্ষম। প্রসঙ্গত, মঙ্গলবারের ট্রায়াল রানে তালগো ঘণ্টায় ১৭০ কিলোমিটার গতি তুলেছিল।
জানা গিয়েছে, ফাঁকা ট্রেনের সফল ট্রায়াল রানের পর এবার ওজন সমেত ট্রেনের গতির বিচার করতে ট্রায়াল রানের তৃতীয় পর্যায় শুরু হবে শীঘ্রই। জানা গিয়েছে, যাত্রীর জায়গায় বালির বস্তা ট্রেনে চাপানো হবে। পরীক্ষার প্রধান লক্ষ্য হবে, বাঁকে ট্রেনের গতি ও ভারসাম্য কেমন বজায় থাকে।
রেলমন্ত্রক সূত্রে খবর, পরবর্তী ট্রায়াল রানটি মথুরা থেকে মুম্বইগামী রাজধানী এক্সপ্রেসের রুটে হবে। রেলের লক্ষ্য, তালগোর মাধ্যমে দেশের প্রশাসনিক রাজধানী দিল্লির সঙ্গে বাণিজ্যিক রাজধানী মু্ম্বইকে যুক্ত করা।
ঘণ্টায় ১৮০ কিলোমিটার! দেশের সর্বোচ্চ গতির ট্রেন হল ‘তালগো’
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jul 2016 09:27 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -