নয়াদিল্লি: দেশের সর্বাধিক গতির ট্রেনের তকমা পাওয়ার দৌড়ে ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে ‘তালগো’। তবে, চূড়ান্ত ‘অগ্নিপরীক্ষা’ হতে চলেছে আগামী ১০ সেপ্টেম্বর।
বুধবার থেকে দিল্লি-মুম্বই রাজধানী রুটে বহু প্রতিক্ষিত ট্রায়াল রান শুরু হচ্ছে তালগো-র। রাজধানী থেকে একটি ট্রেন দুপুর পৌনে তিনটে নাগাদ যাত্রা শুরু করবে। মুম্বই সেন্ট্রাল পৌঁছবে বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ। রেল সূত্রে খবর, প্রথম ট্রায়ালে ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। যাত্রার মোট সময় লাগবে ১২ ঘণ্টা ১২ মিনিট।
এটা যদি সেমিফাইনাল হয়, তাহলে ফাইনাল অবশ্যই হতে চলেছে ১০ তারিখ। রেল সূত্রে খবর, ওইদিন চূড়ান্ত ট্রায়াল রানে ঘণ্টায় ১৫০ কিলোমিটারে বেগে চলবে স্পেনের তালগো। ফলত, দিল্লি-মুম্বই দূরত্ব ১২ ঘণ্টার নীচে অতিক্রম করার লক্ষ্যে নামবে তালগো।
সেখানে বর্তমানে এই রুটে রাজধানী এক্সপ্রেসের সময় লাগে প্রায় ১৬ ঘণ্টা। এর আগে, মথুরা-পালোয়াল রুটের ট্রায়াল রানে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতি তুলেছিল তালগো।
১২ ঘণ্টার কমে দিল্লি থেকে মুম্বই! দাবি তালগোর, পরীক্ষা ১০-ই
Web Desk, ABP Ananda
Updated at:
07 Sep 2016 09:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -