নয়াদিল্লি: নিন্দুকে বলে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল টুইটারে প্রধানমন্ত্রীর সমালোচনা না করে সকালের চা-ও পর্যন্ত মুখে তোলেন না। সেই কেজরীই এবার মোদীর পদাঙ্ক অনুসরণ করে জনসংযোগ শুরু করতে চলেছেন। ১৭ তারিখ রবিবার, বেলা ১১টা থেকে শুরু হচ্ছে কেজরীর ‘টক টু একে’। তবে এটি আলোচনামূলক, প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এ যেমন কোনও বিষয়ে শুধু নিজের কথা বলেন, তেমন নয়। আগ্রহী জনতা ডব্লুডব্লুডব্লু ডট টকটুএকে ডট কমে গিয়ে একটি নম্বরে ফোন করে দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারবেন।

পঞ্জাব ভোটের কথা মাথায় রেখে এইভাবে জনসংযোগে নেমেছেন আম আদমি পার্টি সুপ্রিমো। কেজরীর আশা, এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে এএপি-র কাজকর্ম সম্পর্কে তিনি ওয়াকিবহাল করতে পারবেন। থাকবে প্রশ্নোত্তর পর্বও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা ইস্যুতে নিজের মতামত দেন প্রতি মাসে ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে। সাধারণ মানুষ একটি নম্বরে ফোন করে তাঁকে আলোচনার বিষয় নিয়ে পরামর্শও দিতে পারেন।