নয়াদিল্লি: সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেছেন, পাকিস্তান যতক্ষণ না সীমান্ত-সন্ত্রাস বন্ধ করছে, ততক্ষণ আলোচনা অর্থহীন।


নিজামাবাদে বিজেপি আয়োজিত ‘তেলঙ্গানা মুক্তি দিবস’ অনুষ্ঠানে পাকিস্তানের সমালোচনা করেছেন রাজনাথ। তিনি বলেছেন, পাকিস্তান ক্রমাগত সংঘর্ষ বিরতি লঙ্ঘন এবং সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশে সাহায্য করার মাধ্যমে ভারতকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভারত যোগ্য জবাব দিচ্ছে। এর আগে কোনওদিন পাকিস্তানকে এভাবে জবাব দেয়নি ভারত। সীমান্তের বর্তমান পরিস্থিতি বদলে গিয়েছে। ভারত আর দুর্বল রাষ্ট্র নেই। শক্তিশালী দেশ হয়ে উঠেছে ভারত। কোনও শক্তিই ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে না। কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদ, মৌলবাদ ও মাওবাদের সমস্যা দূর করার লক্ষ্যে কাজ করছে।