দসনা: ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ৪ বছর জেলবন্দি থাকাকালীনও ডাক্তারি চালিয়ে গিয়েছেন তলোয়ার দম্পতি।
মেয়ে আরুষি ও পরিচারক হেমরাজকে খুনের দায়ে ২০১৩-য় রাজেশ ও নুপূর তলোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সিবিআই আদালত। সেই রায় এলাহাবাদ হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে। ৪ বছর উত্তরপ্রদেশের দসনা জেলে কাটানোর পর আজ বিকেলে আবার মুক্ত হাওয়ায় শ্বাস নেবেন তাঁরা।
এতদিন জেলের বন্দিদের বিনা মূল্যে চিকিৎসা করতেন দাঁতের ডাক্তার এই দম্পতি। এবার তাঁরা মুক্তি পেতে চলায় বন্দিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে, সবাই চায়, নিজের নিজের দাঁত একবার এই দুই দন্ত চিকিৎসককে দিয়ে দেখিয়ে নিতে।
তবে তলোয়াররা জানিয়েছেন, প্রতি ১৫ দিন অন্তর একবার দসনা জেলে এসে বন্দিদের দেখবেন তাঁরা।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা বাবদ তলোয়ার দম্পতির পাওনা হয়েছে ৪৯,৫০০ টাকা। কিন্তু তাঁরা এক পয়সাও নেননি।
জেলে এতদিন রোগী দেখেছেন বিনা মূল্যে, আজ ছাড়া পাচ্ছেন তলোয়ার দম্পতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2017 01:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -