চেন্নাই: নিষেধাজ্ঞা উড়িয়ে জাল্লিকাট্টু শুরুর প্রথম দিনেই ঝরে গেল দু’জনের প্রাণ। তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলায় ক্ষিপ্ত ষাঁড়ের শিংয়ের ঘায়ে ২জন প্রাণ হারিয়েছেন, অল্পবিস্তর চোট পেয়েছেন ২৮জন। ওদিকে মাদুরাইতে ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাবে প্রাণ হারিয়েছেন জাল্লিকাট্টুর দাবিতে বিক্ষোভে যোগ দেওয়া এক ব্যক্তি।
রাজ্য অর্ডিন্যান্স আনার পর আজই তামিলনাড়ুর বহু জায়গায় শুরু হয়েছে জাল্লিকাট্টু খেলা। পুদুকোট্টাইয়ের রাপুসল এলাকায় খেলায় অংশ নেন বহু মানুষ এবং বেশ কয়েকটি ষাঁড়। সেখানেই ষাঁড়ের গুঁতোয় প্রাণ হারান দু'জন, ২৮জনের চোট লাগে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
জাল্লিকাট্টু নিয়ে এতদিনের জলঘোলা বন্ধ করার দাবিতে মাদুরাইয়ে বিক্ষোভ আন্দোলনে সামিল হন চন্দ্রমোহন নামে এক ব্যক্তি। তাঁদের দাবি ছিল, জাল্লিকাট্টু খেলা যাতে বরাবর নির্বিঘ্নে হতে পারে তার ব্যবস্থা করতে হবে। স্থানীয় জয়হিন্দপুরমের বাসিন্দা ৪৮ বছরের চন্দ্রমোহন ডিহাইড্রেশনে প্রাণ হারান।
তিরুনেলভেলি এলাকায় বিক্ষোভে বসা বেশ কয়েকজন ছাত্রছাত্রী জ্ঞান হারান গরমে।
শুরু হল জাল্লিকাট্টু, ষাঁড়ের শিংয়ের ঘায়ে পুদুকোট্টাই জেলায় মৃত ২, আহত ২৮
ABP Ananda, Web Desk
Updated at:
22 Jan 2017 05:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -