চেন্নাই: বাবা অত্যধিক মদ্যপান করেন। বারবার মদ ছেড়ে দেওয়ার আর্জি জানিয়ে কোনও লাভ হয়নি। পরিবারের আর্থিক অবস্থা ক্রমশঃ খারাপ হয়ে যাচ্ছিল। এর জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক তরুণ। সে সুইসাইড নোটে সব মদের দোকান বন্ধ করার আর্জি জানিয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায়।
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণের নাম এম দীনেশ (১৮)। তার মা এসাকিয়াম্মলের ৯ বছর আগে মৃত্যু হয়। এরপর তার বাবা মাদাস্বামী ফের বিয়ে করেন। দীনেশ মাদুরাইয়ে মামাবাড়িতে থাকত। তবে তার ভাই এসাকিরাজ ও বোন ধনুশ্রী বাড়িতেই বাবা ও সৎ মায়ের সঙ্গে থাকে। সুইসাইড নোটে দীনেশ লিখেছে, ‘মুখ্যমন্ত্রী তামিলনাড়ুতে মদের দোকান বন্ধ করেন কি না, দেখি। তিনি যদি না করেন, তাহলে আমার আত্মা মদের দোকানগুলি ধ্বংস করে দেবে।’
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পিএমকে নেতা অন্বুমানি রামডস বলেছেন, তামিলনাড়ুতে মদ নিষিদ্ধ করে দেওয়া উচিত। মৎস্যমন্ত্রী ডি জয়কুমার দাবি করেছেন, রাজ্য সরকার এক হাজার মদের দোকান বন্ধ করে দিয়েছে। মানুষ যদি মদ্যপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, একমাত্র তাহলেই এই সমস্যার সমাধান করা সম্ভব।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
তামিলনাড়ুতে বাবার অত্যধিক মদ্যপানের জের, মদের দোকান বন্ধের আর্জি জানিয়ে তরুণের আত্মহত্যা
Web Desk, ABP Ananda
Updated at:
02 May 2018 05:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -