অসুস্থ জয়ললিতা, ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Sep 2016 01:17 PM (IST)
চেন্নাই: অসুস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা। তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘জ্বর ও ডিহাইড্রেশনে’ ভুগছেন এআইএডিএমকে নেত্রী। গতকাল রাতে ৬৮ বছরের এই নেত্রীকে অ্যাপোলো হালপাতালে ভর্তি করা হয়। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের চিফ অপারেটিং অফিসার। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সংক্রান্ত হাসপাতালের বিবৃতি রাজ্য সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমগুলিকে দেওয়া হয়।