চেন্নাই: বিস্তর টানাপোড়েনের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করেছেন শশীকলা ঘনিষ্ঠ পালানিস্বামী। আজ বিধানসভায় আস্থা ভোটে তাঁকে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা।
পালানিস্বামীর মসনদ দখলে পথের কাঁটা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম। তামিলনাড়ু বিধানসভায় সদস্য সংখ্যা বর্তমানে ২৩৪। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজন ১১৭ জন বিধায়কের সমর্থন। পনির শিবিরের দাবি, বেশ কয়েকজন এআইএডিএমকে বিধায়ক ও সাংসদ তাঁদের পক্ষে রয়েছেন। যদিও পালানিস্বামীর পাল্টা দাবি, তাঁর পক্ষে রয়েছেন ১২৪ জন বিধায়ক। অন্যদিকে, বিরোধী দল ডিএমকে ও কংগ্রেস জানিয়ে দিয়েছে, তারা পালানিস্বামীর বিরুদ্ধেই ভোট দেবে।
পালানিস্বামী আস্থা ভোটে জিতলে কর্নাটকে জেলে বলে কিছুটা হলেও স্বস্তি পাবেন প্রয়াত এআইএডিএমকে নেত্রী জয়ললিতার ঘনিষ্ঠ শশীকলা।
আজ তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোট, পরীক্ষা পালানিস্বামীর
ABP Ananda, web desk
Updated at:
18 Feb 2017 09:14 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -