চেন্নাই: বিস্তর টানাপোড়েনের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করেছেন শশীকলা ঘনিষ্ঠ পালানিস্বামী। আজ বিধানসভায় আস্থা ভোটে তাঁকে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা।

পালানিস্বামীর মসনদ দখলে পথের কাঁটা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম। তামিলনাড়ু বিধানসভায় সদস্য সংখ্যা বর্তমানে ২৩৪। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজন ১১৭ জন বিধায়কের সমর্থন। পনির শিবিরের দাবি, বেশ কয়েকজন এআইএডিএমকে বিধায়ক ও সাংসদ তাঁদের পক্ষে রয়েছেন। যদিও পালানিস্বামীর পাল্টা দাবি, তাঁর পক্ষে রয়েছেন ১২৪ জন বিধায়ক। অন্যদিকে, বিরোধী দল ডিএমকে ও কংগ্রেস জানিয়ে দিয়েছে, তারা পালানিস্বামীর বিরুদ্ধেই ভোট দেবে।

পালানিস্বামী আস্থা ভোটে জিতলে কর্নাটকে জেলে বলে কিছুটা হলেও স্বস্তি পাবেন প্রয়াত এআইএডিএমকে নেত্রী জয়ললিতার ঘনিষ্ঠ শশীকলা।