এরোড: এক নাবালিকাকে ধর্ষণ করার দায়ে বিজয়ন (৩৬) নামে এক ব্যক্তিকে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। নির্যাতিতাতে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
২০১৪ সালের ১ ডিসেম্বর ওই নাবালিকাকে জোর করে একটি দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বিজয়ন। এর ফলে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তার বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে বিজয়নকে গ্রেফতার করা হয়। শুক্রবার এরোড জেলার মহিলা আদালতের বিচারপতি এন থিরুনাভুক্কারাসু বিজয়নের সাজা ঘোষণা করেছেন। দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড একইসঙ্গে চলবে বলে জানিয়েছে আদালত।
নাবালিকাকে ধর্ষণে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড
Web Desk, ABP Ananda
Updated at:
23 Dec 2016 07:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -