কোয়েম্বত্তুর: ফেসবুক ও ইউটিউবের ভিডিও দেখে স্ত্রী-র সন্তান প্রসব করাতে গিয়ে মর্মান্তিক পরিণতির সাক্ষী হলেন তামিলনাড়ুর এক ব্যক্তি। সন্তান জন্ম দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেলেন স্ত্রী।
খবরে প্রকাশ, দ্বিতীয় সন্তানের প্রসব যন্ত্রণা ওঠায় বাড়িতেই নিজে হাতে স্ত্রী কৃত্তিকার প্রসব করতে উদ্যোগী হন তিরুপুরের বাসিন্দা কার্তিকেয়ন নামে ওই ব্যক্তি। আর এই কাজে তাঁকে সহযোগিতা করেন ওই মৃতার স্বামীর বন্ধু ও তাঁর স্ত্রী।
জানা গিয়েছে, তিনজনের কারও মেডিক্যাল ডিগ্রি নেই। এমনকী, এই বিষয়ে কেউ-ই পারদর্শী বা অভিজ্ঞ ছিলেন না। ফলত, ফেসবুক ও ইউটিউব জাতীয় সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে প্রসবের মতো গুরুতর প্রক্রিয়া করতে যান।
কন্যাসন্তান জন্ম তো দেন কৃত্তিকা। কিন্তু, অত্যাধিক রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েন তিনি। তিনি সংজ্ঞা হারান। তড়িঘড়ি স্ত্রী ও সদ্যোজাতকে হাসপাতালে নিয়ে যান কার্তিকেয়ন সহ অন্যান্যরা।
কিন্তু, চিকিৎসকরা জানিয়ে দেন, আগেই মারা গিয়েছেন কৃত্তিকা। ঘটনাটি গত ২২ জুলাই ঘটলেও, সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। সদ্যোজাত শিশুকন্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের একটি পাঁচ বছরের সন্তান রয়েছে।
কার্তিকেয়নকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।