চেন্নাই: পাঁচ মাস আগে রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গার্ডস জঙ্গি সংগঠন আইএসআইএস-কে অর্থ যোগানের অভিযোগে তামিলনাড়ুর মাইলাপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। এই ঘটনার পর গত সোমবার রাতে চেন্নাইয়ের কোন্ডিথোপ থেকে একই অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজস্থান পুলিশেরই স্পেশ্যাল গার্ডস।
ধৃতের নাম হারুন রশিদ। বার্মা বাজারের একটি মোবাইল দোকানের মালিক বিদেশে আইএসআইএস জঙ্গিদের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা পাঠিয়েছিল বলে পুলিশ সূত্রের খবর। গতকাল সকালে পুলিশ ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বিমানে করে জয়পুরে নিয়ে গিয়েছে।
গত ফেব্রুয়ারিতে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মাইলাপুরের বাসিন্দা ৪০ বছরের মহম্মদ ইকবালকে। সে তিনবার আইএসের তহবিলে টাকা পাঠিয়েছিল বলে অভিযোগ। অর্থ লেনদেনের সূত্রে তার হদিশ মেলে।