তুতিকোরিন: তামিলনাড়ুর তুতিকোরিনের মানাপড়ের কাছে বঙ্গোপসাগরে নৌকাডুবিতে মৃত্যু হল অন্তত ৯ জনের। নিহতরা প্রত্যেকেই পর্যটক। ঠিক কী কারণে এই দুর্ঘটনা, সেটা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত যাত্রী তোলার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

জেলা কালেক্টর এম রবি কুমার বলেছেন, তিরুচেন্দুরের তিনটি পরিবার বেড়াতে এসেছিল। তাঁরাই নৌকা নিয়ে সমুদ্রে গিয়েছিলেন। ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ডিসেম্বরেই পুলিকাটের একটি হ্রদে নৌকাডুবিতে ২২ জনের মৃত্যু হয়েছিল। ফের এই দুর্ঘটনা তামিলনাড়ুতে জলপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।