তামিলনাড়ু:  মনিব অন্তপ্রাণ পোষ্য নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়ে দিয়ে গেল মালিককে। কেউটে মেরে সারমেয় নিজেও মরল, বাঁচল কৃষক। ঘটনা তামিলনাড়ুর তানজাভুর শহরের।


শনিবারের ঘটনা। চাষের কাজে মাঠের দিকেই রওনা হয়েছিলেন বছর পঞ্চাশের কৃষক নটরাজন। ওই কৃষককে দেখতে পেয়েই আক্রমণ করতে উদ্যত হয় ৫ ফুট লম্বা একটি বিষধর কেউটে। সেই সময়ই ‘দেবদূতে’র মত আগমন ঘটে সারমেয়র। মনিবের বিপদ দেখে কেউটের ওপর ঝাপিয়ে পড়ে কুকুরছানাটি। চলে মরণপন লড়াই। ওই দৃশ্য দেখে আর সেখানে দাঁড়াননি নটরাজন। পালিয়ে আশ্রয় নেন কাছেরই একটি বাড়িতে। পরে ফিরে এসে নটরাজন দেখেন কেউটের মৃত্যু হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে বিষক্রিয়ায় মৃত্যু হয় পোষ্যটিরও। লুটিয় পড়া অবস্থায় পোষ্যকে দেখে কেঁদে ফেলেন নটরাজন।


পরে কুকুরছানাটিকে বুকে জড়িয়ে বাড়িও নিয়ে আসেন তিনি। বাড়ির কাছেই একটি জায়গায় কবর দেন প্রিয় পোষ্যকে।