নয়াদিল্লি: তামিলনাড়ুর তুতিকোরিনে বেদান্তর স্টারলাইট কারখানার সম্প্রসারণ বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে ১১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে আরএসএস ও বিজেপি-কে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ট্যুইট করে তিনি বলেছেন, ‘আরএসএস-এর সামনে মাথা নোয়াতে রাজি হননি বলেই তামিলদের খুন করা হয়েছে। আরএসএস ও মোদীর সমর্থকরা তামিলদের ভাবাবেগে আঘাত হানতে পারেন না। তামিল ভাই-বোনেরা, আমরা আপনাদের পাশে আছি।’
গতকালও তুতিকোরিনে বিক্ষোভকারীদের উপর পুলিশের আক্রমণের নিন্দা করেন রাহুল। তিনি দাবি করেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই বহু সাধারণ মানুষকে খুন করা হয়েছে। আজ ফের এই ঘটনা নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি।