গত অক্টোবরে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি জেলায় থুরাইয়ুর শহরে এই ঘটনা ঘটেছে। গত ১৮ নভেম্বর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তা ভাইরাল হয়ে যায়। দর্শকরা ওই ব্যক্তির প্রয়াসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। দেখুন: জীবন বাজি রেখে ডুবন্ত ময়ূরকে বাঁচাতে কুয়োয় নেমে পড়লেন তামিলনাড়ুর এক যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Dec 2019 09:50 PM (IST)
কুয়োর মধ্যে পড়ে গিয়েছে একটি ময়ূর। জলে ভাসছে সাপ। এমন পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে ময়ূরটিকে বাঁচাতে কুয়োতে নেমে পড়লেন তামিলনাড়ুর এক ব্যক্তি।এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
চেন্নাই: কুয়োর মধ্যে পড়ে গিয়েছে একটি ময়ূর। জলে ভাসছে সাপ। এমন পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে ময়ূরটিকে বাঁচাতে কুয়োতে নেমে পড়লেন তামিলনাড়ুর এক ব্যক্তি।এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ৩.২৬ মিনিটের ভিডিওতে দেখা গিয়েছে, সেখানে উপস্থিত অন্যান্য লোকজনের সাহায্য শরীরে দড়িতে বাঁধা অবস্থায় ওই ব্যক্তি কুয়োতে নেমে পড়েন। শরীরে দড়ি বেঁধে ওই ব্যক্তিকে ধীরে ধীরে ওই গভীর ও চওড়া কুয়োতে নামানো হয়। ময়ূরটি তখন জলে কার্যত হাডুডুবু খাচ্ছে। কুয়োর চারপাশে উপস্থিত লোকজনের পরামর্শ শুনতে শুনতে কুয়োর জলে নেমে পড়েন ওই ব্যক্তি।এরপর এগিয়ে যান ময়ূরটির দিকে। কিন্তু ময়ূরটিকে ধরতে বেশ বেগ পেয়ে হয় তাঁকে। কারণ, ময়ূরটি ভয় পেয়ে ছটফট করতে থাকে। শেষপর্যন্ত ময়ূরটিকে ধরে নিজের কোলে বসিয়ে জড়িয়ে ধরে থাকেন তিনি। এরপর বাইরে থাকা লোকজন দড়ি টেনে তাঁকে ওপরে ওঠাতে শুরু করেন। কুয়োর একেবারে ওপরের দিকে উঠে এবড়ো-খেবড়ো দেওয়ালে পা রাখতে সমস্যা হচ্ছিল তাঁর। শেষপর্যন্ত ওপরে উঠে আসেন তিনি। ময়ূরটিকে তিনি সামনেই খোলা মাঠে নিয়ে যান। প্রথমে একটু নড়বড়ে থাকার পর শেষপর্যন্ত ডানা মেলে দিতে সক্ষম হয় ময়ূরটি। এরপর গতি বাড়িয়ে উড়ে যায় ময়ূর।