পারামাথিভল্লুর (তামিলনাড়ু): দুই বাচ্চার মা। কিন্তু তাদের চেয়ে একটুও কম নয়, বরং বোধহয় বেশিই ভালবাসতেন ঘরের পোষ্য সারমেয়টিকে। তাই স্বামী যখন মা সারমেয়টি সন্তান প্রসব করায় তাকে উটকো ঝামেলা মনে করে বাচ্চাসমেত বাড়ি থেকে দূরে পরিত্যক্ত স্থানে ছেড়ে দিয়ে আসেন, সহ্য করতে পারেননি শান্তি নামে মহিলাটি। স্বামীর ‘অমানবিক’ আচরণের প্রতিবাদে, রাগে-কষ্টে গায়ে আগুন দেন নামাক্কাল জেলার বাসিন্দা শান্তি। শরীরের ৮৫ ভাগ পুড়ে যাওয়া এই তরুণী মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে, জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ ইনসপেক্টর কুমার বলছেন, স্নেহ-আদর দিয়ে লালন-পালন করা পোষ্যের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারেননি মহিলা। তাকে ছেড়ে বাঁচতে হবে, ভাবতেই পারেননি। তাই এমন চরম পদক্ষেপ।


কয়েকদিন আগে খোলা ছাদ থেকে মজা করে সারমেয়কে নীচে ছুঁড়ে ফেলায় জন্তু-জানোয়ারের প্রতি অমানবিক, উদাসীন আচরণের অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে দুজন মেডিকেল পড়ুয়া। সেই ঘটনার ভিডিও ধিক্কার, সমালোচনার ঝড় তুলেছে।

কিন্তু প্রিয় পোষ্যের জন্য নিজেকে শেষ করে দিতে গিয়ে অন্য নজির তৈরি করলেন শান্তি!