নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় তীব্র বিরোধিতার জেরে আরও একটি বিজ্ঞাপন নিয়ে পিছু হঠতে বাধ্য হল টাটা কোম্পানির তানিস্ক। এবার তানিস্কের দীপাবলির বিজ্ঞাপন তোপের মুখে পড়ল। বিজ্ঞাপনে এক অভিনেতাকে আতসবাজি ছাড়া দীপাবলি পালনের আর্জি জানাতে দেখা যায়। বিজ্ঞাপনে দেখা গিয়েছে সায়নী গুপ্তা, আলায়া এফ, নীনা গুপ্তা ও নিমরত কউরকে। প্রত্যেক তারকাকে কীভাবে দিওয়ালি পালন করবেন, তা বলতে দেখা গিয়েছে। বিজ্ঞাপনে এক তারকাকে    বলতে শোনা যায়, দীর্ঘ দিন পর আমার মায়ের সঙ্গে দেখা হবে বলে আশা করছি। অবশ্যই কোনও আতসবাজি নয়। কারুর আতসবাজি পোড়ানো ঠিক বলে আমি মনে করি না। প্রচুর প্রদীপ, হাসিখুশি ও ইতিবাচক দিক। এক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সচেতনতামূলক বার্তা হিসেবে যা তুলে ধরা হয়েছিল, তা সমালোচনার মুখে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ফের শুরু হয় 'হ্যাশট্যাগ বয়কটতানিস্ক' ট্রেন্ড।

চলচ্চিত্র নির্মাতা বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ট্যুইট করে অভিযোগ করেন যে, এই বিজ্ঞাপনে 'হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যকে খুন' করা হয়েছে। তিনি আরও বলেন, ফটোশপ করা মডেলের মুখে ভুয়ো হাসি বসিয়ে সাজিয়ে গুজিয়ে শুধু ভোগবাদের প্রচার হচ্ছে।

বিজেপির জাতীয় সম্পাদক চিক্কামাগারেভাল্লি থিমে গৌড়া রবি বলেন,' কোম্পানির তাদের পণ্য বিক্রয়েই মনোনিবেশ করা উচিত। আতজবাজি পোড়ানো নিয়ে আমাদের জ্ঞান দেওয়া থেকে বিরত থাকা উচিত তাদের'।



এ ধরনের সমালোচনার মুখে পড়ে বিজ্ঞাপন সরিয়ে নেয় তানিস্ক। এ ব্যাপারে কোম্পানি এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি।

গতমাসেই গহনা প্রস্তুতকারী সংস্থা তানিস্ক একটি বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপনে ভিন ধর্মের বিবাহিত দম্পতিকে দেখানো হয়েছিল। ওই বিজ্ঞাপনে একটি মুসলিম পরিবারকে হিন্দু প্রথা অনুসারে হিন্দু পুত্রবধূর সাধভক্ষণের প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল। তীব্র সমালোচনার মুখে পড়ে সেই বিজ্ঞাপনটিও তুলে নিতে বাধ্য হয়েছিল তানিস্ক।