মথুরা: পরিবারের ওপর অপশক্তি ভর করেছে। সেই অপশক্তিকে তাড়ানোর নাম করে ৬০ বছরের এক মহিলাকে প্রতারণা, ধর্ষণ ও বিকৃত যৌনচারের জন্য এক তান্ত্রিকের ২২ বছর কারাদণ্ড দিল মথুরার একটি ফাস্টট্রাক আদালত।


দোষীর ২২ হাজার টাকা জরিমানাও হয়েছে। অনাদায়ে আরও ৩৩ মাস জেল খাটতে হবে তাকে।

আদালতের এই রায়ের কথা জানিয়েছে জেলার অতিরিক্ত সরকারি কৌসুঁলি। তিনি জানিয়েছেন, অতিরিক্ত জেলা বিচারক বিবেকানন্দ সারন ত্রিপাঠী দোষী তান্ত্রিক মহেশ চন্দ্রকে ধর্ষণের জন্য ১৫ বছর ও বিকৃত যৌন সম্পর্কের জন্য ছয় বছর এবং প্রতারণার জন্য আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। এই দণ্ডাদেশ একের পর এক কার্যকর হবে।

গত বছরের ১২ জুলাই ওই তান্ত্রিক নির্যাতিতা মহিলাকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়ে ধর্ষণ করে। সেই সঙ্গে বিকৃত যৌনসম্পর্কও করে।

দোষী তান্ত্রিকের দাবি ছিল যে, ওই মহিলার স্বামী তার কাছ থেকে ৩৫ হাজার টাকা ধার করেছিলেন। সেই টাকা ফেরত চাওয়াতেই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

আদালতের নির্দেশে গত বছরের নভেম্বরে এফআইআর দায়ের হয় এবং এরপর তান্ত্রিককে গ্রেফতার করে পুলিশ।