আইএএস, আইপিএস অফিসারদের টার্গেট করুন: ভারতীয় মুসলিমদের নির্দেশ আল কায়দা প্রধানের
ABP Ananda, web desk | 08 Jul 2016 05:00 AM (IST)
নয়াদিল্লি: আইএসের সন্ত্রাসের কাছে চুপসে যাওয়া আল কায়দা এবার ভারতীয় উপমহাদেশে প্রাসঙ্গিক হয়ে ওঠার রাস্তা খুঁজছে। আর সে জন্য তাদের হিটলিস্টে উঠে এসেছেন আইএএস, আইপিএস অফিসাররা। উপমহাদেশের আল কায়দা প্রধান মৌলানা আসিম উমর এক নয়া ভিডিওয় ভারতীয় মুসলিমদের নির্দেশ দিয়েছে, আইএএস, আইপিএস অফিসারদের খুন করে দেশে জিহাদ শুরু করতে হবে। জানা গেছে, ভিডিওয় উমর বলেছে, ভারত রাষ্ট্র ও তার প্রতিটি বিভাগ ভারতীয় মুসলিমদের ওপর ‘হামলা’-র জন্য দায়ী। তা না হলে এত সহজে মুসলিমদের ‘খতম’ করা যেত না। পুলিশ প্রশাসনকে রেয়াত না করে মুসলিম যুবকরা যাতে দেশজুড়ে খুন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তার আহ্বান জানিয়েছে সে। আল কায়দা প্রধানের বক্তব্য, ভারতীয় মুসলিমরা সিরিয়ার দিকে তাকাক, তাদের জঙ্গি ভাইদের পদাঙ্ক অনুসরণ করুক, দেখুক, কীভাবে একের পর এক জঙ্গি জন্ম নিয়ে গোটা এলাকা তছনছ করে দিয়েছে। মুসলিমদের প্রতি তার আহ্বান, আইএএস, আইপিএস অফিসারদের খুন করতে শুরু করুক তারা, তাঁদের ওপর লুঠপাট চালাক, যাতে তা দেখে উদ্বুদ্ধ হয়ে অন্যরা দেশে দাঙ্গা বাধাতে পারে। নয়া এই ভিডিও হালকাভাবে নিচ্ছেন না ভারতীয় গোয়েন্দা অফিসাররা। আইএএস, আইপিএস অফিসারদের নিরাপত্তা বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বোঝার চেষ্টা হচ্ছে, নয়া এই ভিডিও ঠিক কতটা মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে।